এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন।
তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, ‘আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি’।
তারা জিজ্ঞেস করলেন ‘বাড়ির কর্তা কি আছেন?’
মহিলা বললেন, “না। তিনি বাইরে গেছেন।’
‘তাহলে আমরা আসতে পারবো না।’
সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন, ‘যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি।‘মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন।কিন্তু তারা বললো, ‘আমরা এভাবে যেতে পারি না।’মহিলা জিজ্ঞেস করলেন,’ কিন্তু কেন? আবার কি সমস্যা?’
বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, ‘আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আরেক জনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন।’
মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, ‘অসাধারন! চল আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব!’ তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, ’নাহ,আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত।’
তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলো। সে বলে উঠলো, ‘তোমাদের কি মনে হয় না আমাদের ভালবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালবাসায় পূর্ন হয়ে উঠবে।’
লোকটি বললো, ‘ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো, তুমি বাইরে যাও এবং ভালবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো’।
মহিলাটি বাইরে গেলেন এবং বললেন ’আপনাদের মধ্যে ভালবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি।’
ভালবাসা নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং বাড়ির দিকে হাটতে শুরু করলেন, বাকী দুজনও উঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন।
মহিলাটি এতে ভীষন অবাক হয়ে গেলেন এবং বললেন, আমিতো শুধু ভালবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রন জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন?
বৃদ্ধ লোকেরা বললো, ‘আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকী দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালবাসাকে আমন্ত্রন জানিয়েছেন, সে যেখানে যায়, আমরা দুইজনও সেখানেই যাই।’
যেখানেই ভালবাসা থাকে, সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে।
Blog Archive
-
▼
2019
(151)
-
▼
March
(23)
- অপরের সাহায্য, নিজের সাহায্য
- মোহনদাস করমচাঁদ গান্ধী
- লাইফ আমার, সিদ্ধান্তও আমার
- স্যার আইজ্যাক নিউটন
- ক্রিস্টোফার কলম্বাস
- হারিয়ে ফেলা ভালোবাসা
- লক্ষ্যে টিকে থাকার মূল মন্ত্র
- কিভাবে নিজের লক্ষ্যে পৌছাব
- ভালবাসার প্রয়োজনীয়তা
- সাহায্যের প্রতিদান একদিন আসবেই
- আগে নিজেকে প্রস্তত করতে হবে : সেরেনা উইলিয়ামস
- জেফ বেজোস: অ্যামাজনের প্রতিষ্ঠাতা
- সফলতার সহজ উপাই : আত্মবিশ্বাস
- মানুষের কাছে প্রতিটা দিনই নতুন জীবন
- জিবনের প্রকৃত আনন্দ কিভাবে পাবো?
- সংগ্রামী খেলোয়ার : রোমেল লুকাকু
- প্যাশনটাকে শক্তিশালী করতে হবে : পর্ব-2
- প্যাশনটাকে শক্তিশালী করতে হবে : পর্ব-১
- যেকোন একটা কাজেই সফলতা আসে
- অপরের নোংরা ঘাটতে গেলে তা নিজের গায়েই লাগে
- একটা সঠিক সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে সক্ষম
- পিতা মাতা আমাদের কাছে কি??
- চিন্তা ধারাই সব কাজের নিয়ন্ত্রক
-
▼
March
(23)

About Me

- Life Story
- I am Arif Ahmed and Great People Life Story is My Blog. I made this for only learning purpose. I want to Motivate Others Because i want Someone Looked at me and say Because of you i never Give Up.

0 Comments:
Post a Comment